শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিনব কায়দায় শাহাবুদ্দীনের প্রতারণা ১৯৪৭ সনের প্রতিষ্ঠিত টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে চরম দূর্নীতি ও অনিয়মের স্বেতপত্র কাওরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপি’র অফিস উদ্বোধন । গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের কৃতি সন্তান এ এম স্বপন মাহমুদ সমাজ সেবায় কাজের ভূমিকা রেখে চলেছেন। সভাপতির বহিষ্কার দাবি নেতাকর্মীদের বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ৫২, ৬৯, ৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে জাতীয় বেঈমান রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন টংগী মাজার বস্তিতে উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন
Notice :
"Jonotarmotamot"  (জনতার মতামত) বা গণমানুষের সম্মিলিত ধারণা, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস। কোন নির্দিষ্ট বিষয়, ঘটনা বা নীতি সম্পর্কে সমাজের একটি বৃহৎ অংশের মানুষের সমষ্টিগত চিন্তা বা অনুভূতি।

অনার্স মাস্টার্স কোর্স চালুসহ কপিলমুনি কলেজের সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : আনোয়ার আলদীন

প্রতিনিধির নাম: / ১১০ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

খুলনা, ১০ জুন, ২০২৫ (বাসস) : খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালুসহ সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদ।

জেলার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবগঠিত পরিচালনা পর্ষদ কলেজের সার্বিক উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করে।

কলেজের কনফারেন্স কক্ষে অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনাকালে দেখা যায় বিগত ১৬ বছর কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামীলীগের দূর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে।

আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল্যাবরেটরী, হোস্টেল, ক্লাস রুম, অভ্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন্যদশায়।

এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যান ফান্ড’ সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরন এবং সমাজকর্ম বিষয় অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটির সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মোঃ শফিউল আযম, শারমিন সুলতানা আকরাম জোয়াদ্দার, শিরিন সুলতানা ও আব্দুল কুদ্দুস।

উপস্থিত ছিলেন সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জি, এম, আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা ও জাহিদ হোসেন। এ সময় কলেজ কল্যাণ ফান্ড, গেট প্রাচীরসহ বিভিন্ন উন্নয়ণ মুলক বিষয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর