দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন

Date: 2025-03-10
news-banner
সিংড়া (নাটোর) প্রতিনিধি
দেশব্যাপী নারীদের নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. শামীম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব শ্রী উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল প্রমুখ।

Leave Your Comments

Trending News