তুরাগ থানা ৫২ নং ওয়ার্ডরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Date: 2025-03-19
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশ অনুযায়ী  পবিত্র মাহে রমজান উপলক্ষে  রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ ৫২ নং ওয়ার্ডরে ১নং যুগ্ন সম্পাদক আলাল। রবিবার তুরাগ  ৫২ নং ওয়ার্ডরে  ৫নং ব্রীজ  উলুদাহ এলাকায় প্রায় তিন শতাধিক সুবিধা বঞ্চিত ও পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।  
ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খানা আবুল.থানা বিএনপির যুগ্ন আহবায়ক ইস্কান্দর আলী,আহবায় সদস্য কফিল উদ্দিন,৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান খান,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী,৫২ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশরাফ আলী,ইউনিট বিএনপির সহ সভাপতি দিদার,শ্রমিকদল নেতা রাসেল ও কামরুল সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । 
ইফতার গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। এ সময় আয়োজক আলাল জানান, রোজাদার ব্যক্তিদের মাঝে  এই ইফতার বিতরণ কর্মসূচি  আয়োজনে যাতে সুবিধাবঞ্চিত মানুষ ইফতারের সুযোগ পান এবং রমজানের আনন্দ ভাগ করে নিতে পারেন। ইফতার বিতরণের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

Leave Your Comments

Trending News