পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বিশেষ বাজার চালু করা হয়েছে। আজ সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এই বাজারের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার। তিনি বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই বাজারের উদ্বোধন করেন। এ সময় তিনি রমজান মাসে এমন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুলভ মূল্যের এই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ ক্রয়মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে। এ উদ্যোগের মাধ্যমে রমজান মাসে নিম্ন আয়ের মানুষসহ সবাই যাতে সহজে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, "রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই বাজারের মাধ্যমে আমরা চাই সবাই যেন তাদের প্রয়োজনীয় পণ্য সহজে ও সঠিক মূল্যে কিনতে পারেন।"
এই বিশেষ বাজার রমজান মাসজুড়ে চলবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রশাসনের এমন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।