মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরের তুরাগ ৫২নং ওয়ার্ড বিএনপি। গতকাল শনিবার তুরাগ বাউনিয়া আব্দুল জলিল স্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর ৫২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী ইসহাক মিয়া ও জিয়া সৃজনশীল সংসদ ও বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহার আলীর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করা হয়। এ সময় হাজী ইসহাক মিয়া বলেন রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। আমাদের এই উদ্যোগের মাধ্যমে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নির্দেশনায় এই মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছি যা পবিত্র ঈদ উল ফিতর এর আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ৫২ নং ওয়ার্ড এ প্রতিদিন বিভিন্ন জায়গাতে বিকেল পাঁচটার পরে ইফতার বিতরণ করে থাকবো। আজহার আলী বলেন রোজা শুরুর আগে আমরা এই এলাকার হত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছি এখনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এলাকা হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করছি এবং ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন, যেখানে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এম আশরাফুল আলম,৫২ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি শামীম হাসান সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম,৫২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে এবং রমজানের প্রকৃত শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।