গত বছরের তুলনায় এবারে রমজানে ব্যাবসা মন্দা

Date: 2025-03-08
news-banner
মোঃমাসুদ নরসিংদী প্রতিনিধি
এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে সর্ববৃহত্তম পাইকারি  কাপড়ের বাজার নরসিংদী বাবুরহাট ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের পাশে বিদ্যমান । 
বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমানত সাহ প্রতিষ্ঠানের মালিক হেলাল সাহেব বলেন গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে একটু নরমাল হচ্ছে। তবে  সব মিলিয়ে  ভালো হচ্ছে। 
অন্য এক ব্যবসায়ী বলেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমরা হতাশ কখন কি হবে এখনো বোঝা যাচ্ছে না। 
ক্রেতা ও বিক্রেতা মধ্য ভিন্ন ভিন্ন মদ দেখা যায় দূর থেকে আশা কাপড় ব্যবসায়ীরা বলেন, খুরচা বাজারে ক্রেতাএখন কম আসে যার কারণে পাইকারি বাজারে বেচা বিক্রি কম হয়। এবং বাজারের রাস্তাঘাট বেহাল অবস্থা গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই।   বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন বাবুর হাট  বাজারে  অনেক মানুষের সমাগম তাই একটু রাস্তাঘাটে জ্যাম থাকে। বাজারের নাইটগার্ড ও দারোয়ান তারা যথাযথ  চেষ্টা করছে।  তিনি আরো বলেন রমজানের আগে  প্রতি দিন ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি  টাকা   বিক্রি হয় বাবুর হাট বাজারে রমজানে  প্রতি দিন ৬ থেকে  সাড়ে ছয় হাজার কোটি টাকা বিক্রি হয় বনে তিনি জানান।

Leave Your Comments

Trending News