মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁনমিয়া বেপারী। গতকাল শুক্রবার তুরাগ রানাভোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নির্দেশনায় এই মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন, যেখানে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এখানে এসেছি ইফতার সামগ্রী নিয়ে ,আমরা যেন এমনিভাবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি,তিনি আরো বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া চাই এবং তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সময়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। অনুষ্ঠানের আয়োজক তুরাগ থানার বিএনপির যুগ্ন আহবায়ক চাননিয়া বেপারী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নির্দেশনায় রানাভোলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ইফতার বিতরণ করা হবে,যেখানে প্রতিদিন এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে।