মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব অসহায় ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা আওতাধীন ৫৩ নং ওয়ার্ড ডিয়াবাড়ি ইউনিট-বিএনপি। শুক্রবার তুরাগ ৫৩ নং ওয়ার্ড ডিয়াবাড়ি মসজিদের সামনে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা সহ ৫৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ । উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে যেখানে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের আয়োজক ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নির্দেশনায় মাসব্যাপী ইফতার বিতরণ করা হবে। একদিন পরপর ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে গরীব অসহায় ও অসুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে । তিনি আরো বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া চাই এবং তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সময়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।