তুরাগে ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানার উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজন

Date: 2025-03-08
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব অসহায় ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা আওতাধীন ৫৩ নং ওয়ার্ড ডিয়াবাড়ি ইউনিট-বিএনপি। শুক্রবার তুরাগ ৫৩ নং ওয়ার্ড ডিয়াবাড়ি মসজিদের সামনে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা সহ ৫৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ । উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে যেখানে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের আয়োজক ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নির্দেশনায় মাসব্যাপী ইফতার বিতরণ করা হবে। একদিন পরপর ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন  অঞ্চলে গরীব অসহায় ও অসুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে । তিনি আরো বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া চাই এবং তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সময়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Leave Your Comments

Trending News