এতিম ছাত্রের উপর নির্মম বর্বরতা

Date: 2025-03-06
news-banner
এতিমখানার এক ছাত্রকে শুধুমাত্র ইফতারে বেঁচে থাকা দুটি কমলা খাওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন প্রতিষ্ঠানটির এক শিক্ষক। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির উপর অমানবিক নির্যাতনের নিন্দা জানাচ্ছে সবাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার শেষে এতিমখানার খাবার বণ্টনের পর বেঁচে যাওয়া দুটি কমলা খেয়ে ফেলে এক ছাত্র। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিষ্ঠানের শিক্ষক রেগে গিয়ে তাকে স্টাম্প ও ডাল দিয়ে নির্মমভাবে মারধর করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।
শিশুদের প্রতি এমন অমানবিক আচরণ সমাজের জন্য একটি অশনি সংকেত। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে এতিমখানার মতো স্থানে যদি এমন ঘটনা ঘটে, তবে তা দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে এমন নিষ্ঠুর ঘটনা আর না হয়। 

বুধবার (৫ মার্চ) ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার।

Leave Your Comments

Trending News