আলোচিত-সমালোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ পাচারের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে সিআইডির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আরও বলা হয়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।