বায়ু দূষণের তালিকায় আজ প্রথম হলো ঢাকা

Date: 2025-02-28
news-banner
আজিম  :  বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। একই সাথে দীর্ষদিন ধরে সব শহরগুলোর সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে চলছে রাজধানী ঢাকা। তবে আজ বিশ্বের শহরগুলোকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসছে বাংলাদেশের প্রাণকেন্দ্র। 
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯০, অর্থাৎ শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় ১৮৫ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, চতুর্থ ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠামাণ্ডু শহর। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এ

Leave Your Comments

Trending News