মোঃ মাসুদ নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রেলওয়ে স্টেশনে সরকারি ভিআইপি কক্ষে প্রবেশ করে মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও সহযোগী সন্ত্রাসীগন স্টেশনে এসে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে এবং বিভিন্ন সময় শারীরিক ভাবে লাঞ্ছিত করে। মোটা অংকের চাঁদ যাবি করে যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমন।স্টেশনে ভিআইপি কক্ষে বসে মদ্যপান মাদক ও জুয়ার আসর বসায়।
প্রায় দেখা যায় যাত্রীদের সাথেও অসদাচারন করে।২১ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি তারিখ রোজ শুক্রবার রাত আনুমানিক ০৮ ঘটিকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায় । স্টেশনের মাস্টার এটিএম মুসা বলেন, মাহমুদুল হাসান চৌধুরী সুমন তার সন্ত্রাসী বাহিনীর সহ ১০ থেকে ১৫ জন রেলওয়ে স্টেশনের অফিস কক্ষে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশ করে আমাকে সহ আমার সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্চিত করে, এবং খুন ও জখমের হুমকি দিয়ে চাঁদ দাবী করে, মাস্টার এটিএম মুসা আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর স্টেশনে প্ল্যাটফর্মের সকল দোকান থেকে চাঁদাআদায় করতেন মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী। এ কথাও বলেন আমি সহ স্টেশনের কর্মচারীবৃন্দ নিরাপত্তাহীনতায় ভুগছি।যে কোনো সময় সন্ত্রাসীগণ আমাদের উপর আক্রমণ করতে পারে । প্রশাসনের কাছে জরুরী ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তিনি।