স্টাফ রিপোর্টার মোঃ বদরুজ্জামান : আজ বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী,সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ। জাতীয়তাবাদ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কৃতি সন্তান। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি। সাতক্ষীরা জেলার উন্নয়নের রূপকার। কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক। তালা কলারোয়া থেকে নির্বাচিত সাবেক এমপি। জননন্দিত জনাব মোঃ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি,ও সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব আলহাজ্ব কাজী আলাউদ্দিন। উপস্থিত ছিলেন ডঃ মোঃ শহিদুল আলম, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।প্রধান বক্তা হাবিবুল ইসলাম হাবিব, তার বক্তব্যে বিভিন্ন কথা তুলে ধরেন।তিনি বলেন। বাংলাদেশের আলেম-ওলামা। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান ও তার ভাই, আরাফাত রহমান কোকো কে মিথ্যা সাজা দিয়ে তাদেরকে জেলে আটকে রেখে। তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করেছিলো।সেই অত্যাচার নির্যাতনের শিকার হয়ে। আরাফাত রহমান কোকোকে আজ দেশের জন্য জীবন দিতে হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব বলেন দেশের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি খুনি হাসিনা। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি আরো বলেন সাতক্ষীরায় আমার বাড়ি আমাদের সাতক্ষীরাতে শত শত বিএনপি নেতা কর্মী সহ আলেম-ওলামাদেরকে অন্যায় ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা যে অন্যায় অত্যাচার জুলুম জনগণের উপর করেছে। আজ তার পতন ঘটেছে। আজ সে নিজেই দেশ ছেড়ে চুরি করে ভারতে পালিয়ে গেছে।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আরো উপস্থিত ছিলেন। জনাব এ্যাড.সৈয়দ ইফতেখার আলী, সাবেক আহবায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। জনাব মোঃ আব্দুল আলিম (চেয়ারম্যান) সাবেক সদস্য সচিব সাতক্ষীরা জেলা বিএনপি। জনাব মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাবেক যুগ্ন আহবায়ক, ও সাবেক সমন্বয়ক সাতক্ষীরা জেলা বিএনপি। জনাব শেখ তারিকুল হাসান, সাবেক যুক্ত আবায়ক ও সহ-সমন্বয়ক সাতক্ষীরা জেলা বিএনপি। সভাপতিত্ব করেন, রহমাতুল্লাহ পলাশ, আহবায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। সঞ্চালনায় জনাব আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব সাতক্ষীরা জেলা বিএনপি। উপস্থিত ছিলেন। বাবু মৃণালকান্তি রায়, জনাব আবুল হাসান হাদী, জনাব তাসকিন আহমেদ চিশতী, জনাব ড. মনিরুজ্জামান।জনাব আক্তারুল ইসলাম প্রমুখ ।