মোঃ শাহজালাল দেওয়ান:বাড্ড,ঢাকা: বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপি উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাজধানী ভাটারা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, ডা: এম এ কাইয়ুম। ৩১ দফার রূপরেখার কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। বাংলাদেশে সংষ্কারের জনক বিএনপি। ভাটারা থানা বিএনপির আহবায়ক আব্দুল লতিফৈএর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্মআহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান, এস এম জাহাঙ্গীর হোসেন,মোস্তাফিজুর রহমান সেগুন,এবিএমএ রাজ্জাক,মোঃ আক্তার হোসেন,আফাজ উদ্দিন আফাজ ,আহবায়ক সদস্য এজিএম শামসুল হক,ভাটারা থানা বিএনপি নেতা শরাফত হোসেন,সোহাগ ঢালী,সাবেক ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা দুলাল, বাড্ডা থানা বিএনপি নেতা খাইরুল আলম,তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,রিপন হাসান খন্দকার, এবং তুরাগ থানার বিএনপির আহবায়ক সদস্য আবদুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাটারা থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩ টায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দলীয় ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু করা হয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।