ইনফো টিভি ডেক্স//
টঙ্গীর মোল্লা বাজার জেনারেটর গলি এলাকায় আরিয়ান কনস্ট্রাকশন সাইটের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (২২ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাসুদ রানার স্ত্রী ফারজানা আক্তার। গতকাল রাতে জালাল কসাই ওরফে জালাল খলিফা ও আমির হোসেন এর নেতৃত্বে কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর চালায়।
এবং কি নির্মাণাধীন বিল্ডিং পাশ্বের গোল্ডেন প্লাস বিল্ডিং এর কেয়ার টেকার শাহ আলমের জোরপূর্বক ঢুকে কসাই জালাল তাকে মারপিট করে ভয়ভীতি প্রদর্শন করে ২ টি মোবাইল ফোন ও নগদ ৫০ টাকা নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী লেবারের কাজ শেষে তাকে পাওনা টাকা না দিয়ে হুমকি দেয় বিবাদীরা। পরে সন্ধায় কারণ জানতে মাসুদ রানাকে মারধরের চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দৌড়ে জীবন রক্ষার্থে অন্য একটি বাসায় আশ্রয় নেন মাসুদ রানা। মাসুদ রানাকে না পেয়ে তার ব্যবসায়িক অফিসে গিয়ে জালাল কসাই তার লোকজন নিয়ে শাটার ভাঙচুর এবং বাড়িওয়ালার দরজা জানালার গ্লাস ভাঙচুর করতে থাকলে খবর পেয়ে ঘটনাস্থলে ভুক্তভোগী ফারজানা আক্তার নিষেধ করিলে তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে হুমকি প্রদান করেন।
এ অবস্থায় নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগী মাসুদ রানার স্ত্রী ফারজানা আক্তার ও তার পরিবারের লোকজন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনাগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।