স্টাফ রিপোর্টার শাজালাল দেওয়ান : রাজধানীর বাড্ডায় জাঁকজমকপূর্ণভাবে ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শহীদ জিয়ার ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। গত ৪ জানুয়ারি রাজধানীর বাড্ডা হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, ডা: এম এ কাইয়ুম। এই প্রতিযোগিতাটি আয়োজন করেছেন এম এ মতিন ও কামরুল ইসলাম স্বপন। বাড্ডা থেকে ৩২টি দল নিয়ে যাত্রা শুরু করা এই টুর্নামেন্ট ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রতিভার সেরাটা তুলে ধরছে, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করছে। এই টুর্নামেন্টে কোয়েল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাহবুব আলম খান এবং টিম লিডার হিসেবে রয়েছেন মোঃ খায়রুল আলম। তাদের নেতৃত্বে দলটি চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, যা ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলছে। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বাড্ডা হাই স্কুল মাঠে। এই মহারণে কোন দল চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।