রিপোটার মোঃ মাসুদ নরসিংদী : শহীদদের রক্তের রঞ্জিত বাংলার মাটি একুশে ফেব্রুয়ারি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ খ্রিষ্টাব্দ অমর হোক একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাঠে শহীদদের স্মরণে বার বার ঘুরে আসে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রক্তে রাঙানো বাংলার মাটি লক্ষ্য মানুষের ভিড়ে খুঁজে বেড়ায় ছেলে হারা মমতাময় নারী আয় বাবা আয় আমার কোলে আয় ডাকে তোর মা দুখিনী শূন্য হৃদয় পূর্ণ হবে তোর মায়ের কোলখানবারবার বছর পেরিয়ে ঘুরে আসে একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো দেহখানি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি জুলাই 24 শে বিপ্লবে বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদদের রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি, চারদিকে গোলাবারুদের শব্দ মায়ের কান্না ভাইয়ের লাজ মাটিতে গড়াগড়ি আগুনে জ্বলছে বসতবাড়ি এ কেমন বাংলার মাটি আর কত রক্ত দিবে,