ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়ায় অবৈধ ইটভাটায় অবাধে জ্বলছে

Date: 2025-02-19
news-banner
 রিয়া মনি ইনফো টেলিভিশন: অভিযানের বিষয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয় অবৈধভাবে ইট তৈরি ও ভাটার স্থাপনের অপরাধে জঙ্গলপাড়া বোডঘর এলাকার  ভাটাগুলোতে সাংবাদিক প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। ক্রেতা পরিচয়ে কেবিপি ইটভাটা ঘুরে দেখা গেছে, ইট পোড়াতে বড় বড় গাছের গুড়ি জড়ো করা হয়েছে। ভাটায় কর্মরত এক শ্রমিক বলেন, প্রতি চার লাখ ইট প্রস্তুত করতে ২০ থেকে ২২ দিন সময় লাগে। এতে প্রায় ৩৫ হাজার মণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আগে দূর থেকে কাঠ চিরে আনা হতো। এতে সময় এবং অর্থ বেশি ব্যয় হতো। যে কারণে ভাটার মালিক নিজেই এক করাত বিশিষ্ট স’ মিল স্থাপন করেছেন।

Leave Your Comments

Trending News