আশরাফুল আলম সরকার রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপতা গ্রামে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। পৈত্রিক সম্পত্তি নিয়ে সৎ ভাইদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল কয়েক বছর পূর্বে। বাপতা বাজারের আরিফ রাব্বানী তার পৈত্রিক সম্পত্তির অংশ ভোগ দখলে ছিলেন। কিন্তু বর্তমানে আরিফ রব্বানীর দখলকৃত জমির কিছু (অংশ) জবরদখল করে নিয়ে যায় আরিফ রব্বানীর সৎ ভাই, ভাতিজা, ও ভাগ্নে। ই ব্যাপারে আরিফ রাববানী জানান, মসজিদ আল্লাহর ঘর এ নিয়ে আমার কোন অভিযোগ নেই।আমার জমিতে মসজিদ হবে, সেটা আমাকে অন্তত একবার জানানো উচিত ছিল। আমার জায়গায় মসজিদ থাকবে, এটা আমার জন্য গর্বের বিষয়। কিন্তু, মসজিদের পাঁচ শতাংশ জমির পরেও আরো ৩০ শতাংশ জমি জবরদখল করে নিয়ে যাচ্ছে আমার সৎ ভাইয়েরা। এবং মসজিদের নাম করে তারা টিউবওয়েল খনন কাজ করতেছে আমার জমিতে। আমি এটার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান (১)বিবাদীদের সাথে কথা বলতে গেলে বিবাদীদের একজন এডঃ সিরাজুল ইসলাম নামে ফোনে হুমকি প্রদান করে