একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ এলাকায় অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন

Date: 2025-02-18
news-banner
আতিকুর রহমান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার একদিনের সংক্ষিপ্ত সফরে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজ এলাকা মেহেন্দিগঞ্জ আসেন বরিশাল ৪  আসনের গনমানুষের নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল ও ঢাকা জজকোর্ট স্পেশাল ৪ এর পিপি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। সফরের শুরুতে লঞ্চ যোগে নেমে যোহর নামাজ শেষে উলানিয়া উত্তর ইউনিয়নের পূর্বষট্রি জামে মসজিদ পরিদর্শন ও মতবিনিময় শেষে করে আলীগন্জ বাজারে  ব্যবসায়ী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন এরপরে চরএককরিয়া ইউনিয়ন একটি ভাংগা সংযোগ ব্রিজ পরিদর্শন করেন দ্রুত ব্রিজটি নির্মান করার জন্য আস্বস্ত করেন।তারপরে  চরহোগলা ধলু আমিন বাড়ি জামে মসজিদে ইমাম সাহেব কে মসজিদের  দাতা মেহমান কতৃক ৬ মাসের সম্মানি বেতন প্রদান করেন ও দোয়া মুনাজাত এবং তোবারক বিতরণ করেন ।এর পর অম্বিকাপুর জামে মসজিদে মুসল্লীদের সাথে নিয়ে মতবিনিময় ও মসজিদ নির্মান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। মাগরিব নামাজ শেষে উলানিয়া দক্ষিণ ইউনিয়ন মকবুল মিয়া বাড়ির মসজিদ পরিদর্শন মতবিনিময় শেষে লালগঞ্জ বাজার ব্যবসায়ী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন এরপরে সাবেক চেয়ারম্যান জনাব আবদুল হাই হিরো মিয়ার কবর জিয়ারত কোরআন খতম দোয়া মুনাজাত আলোচনা সভা করেন । পরবর্তী তে  পূর্ব খন্তাখালী নির্মানরত আবুবকর  জামে মসজিদ পরিদর্শন ও মতবিনিময় শেষে রহিমা খাতুন হিফজ খানা মাদ্রাসা র ওয়াজমাহফিল এ প্রধান অতিথির হিসাব  বক্তব্য রাখেন। বক্তব্যে জনগণের নিকট দোয়া চান আগামী দিনগুলোতে আরো বেশী বেশি দান অনুদান দিতে পারেন সে লক্ষ্যে দোয়া চান। উক্ত সার্বিক অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News