জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগ: বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মাঝে ঔষধ, স্যালাইন ও পানি বিতরণ

Date: 2025-02-16
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান: মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা,প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে এই পবিত্র জমায়েতে। তাঁদের শারীরিক সুস্থতা ও সেবার লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদর (জিসপ) ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানার উদ্যোগ বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রতিদিন বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও বোতলজাত সুপেয় পানি বিতরণ করছে সংগঠনটি। বিশ্ব ইজতেমার চলাকালীন সময়ে, শনিবার উত্তরা পশ্চিম থানা উদ্যোগে সুইচগেট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুলতান মোহাম্মদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ক্বারী, উত্তরা পশ্চিম থানা সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক রিয়াজ, ও সাংগঠনিক সম্পাদক আল আমিন। এ সময় প্রধান অতিথি  গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ দীর্ঘ ২৫ বছর ধরে মানবসেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা বিনামূল্যে ওষুধ, স্যালাইন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক ফজলুল হক রিয়াজ বলেন,জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উত্তর ও পশ্চিম থানার উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু বিশ্ব ইজতেমাই নয়, গরিব-অসহায় মানুষের সেবায় আমরা সব সময় প্রস্তুত। বিশেষ করে আসন্ন রমজান মাসেও বিনামূল্যে খাবার, ইফতার ও ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ শুধুমাত্র বিশ্ব ইজতেমায় নয়, সারাবছরই নানা সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে বন্যা, শীতার্তদের জন্য কম্বল বিতরণ, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ বিভিন্ন কার্যক্রমে তারা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির নেতারা জানান, ভবিষ্যতেও তারা ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা এ সেবায় সন্তুষ্টি প্রকাশ করে এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave Your Comments

Trending News