শিবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার

Date: 2025-01-15
news-banner
আহসান হাবীব,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এতে আরো বক্তব্য রাখেন, সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর করিব, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া । অনুষ্ঠানে আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের এতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।

Leave Your Comments

Trending News