ভাষানটেক থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার কর্মীসভা

Date: 2025-01-13
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান:ভাষানটেক,ঢাকা: বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর ভাষানটেক  থানা বিএনপি উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই জানুয়ারি) রাজধানী ভাষানটেক সরকারি কলেজ মাঠে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড.মাহদী আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। বিশেষ অতিথির বক্তব্যে ড.মাহদী আমিন বলেন,সংষ্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশে সংষ্কারের জনক বিএনপি। ৩১ দফার রূপরেখার কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ককাদির মাহমুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্মআহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,মোস্তাফিজুর রহমান সেগুন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,মোঃ আক্তার হোসেন,জাসাস কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা মায়া। এছাড়া কর্মশালায় অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাষানটেক থানা বিএনপির যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, শ্রমিক দলের সভাপতি জাফর ইমাম,তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা,যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম,মহিউদ্দীন সোহাগ রাজা, চান মিয়া বেপারী, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, আলম হোসেন,সাঈদ হাসান সাগর,তুরাগ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমন,৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার সহ ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মিরা ।  ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক। ঢাকা উত্তর মহানগর বিএনপির থানা সমুহে কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি নিয়ে কর্মশালা। দুপুর একটার আগে পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়, যা স্কুলের মাঠকে পরিণত করে বিশাল জনসমুদ্রে। উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্তে তাদের কণ্ঠে শ্লোগান ধ্বনিত হয়:জিয়ার সৈনিক,এক হও, লড়াই করো।তারেক রহমান, বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শ্লোগানের প্রতিধ্বনি ও মানুষের উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দৃশ্যমান করে জনগণের ঐক্য ও শক্তি। পল্লবী  থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩ টায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দলীয় ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু করা হয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত  হয়।

Leave Your Comments

Trending News